
নাকের মাংস বৃদ্ধির কাটা-ছিড়া, ইনজেকশন ছাড়া, শুধু ওষুধের অপারেশন করা হয় ।

এট্রোপিক রাইনাইটিস নাকের দীর্ঘমেয়াদি ক্ষয় রোগ, যাতে নাকের ঝিল্লি, ঝিল্লির নিচের অংশ এবং এর আশপাশের হাড় ক্ষয় হয়। এ ক্ষয়রোগের কারণ নাকের রক্তনালি এবং এর আশপাশের নালির প্রদাহ, যা রক্ত সরবরাহে বাধা দেয়। সাধারণত মহিলাদের এ সমস্যা বেশি হয়।কারণ* বংশগত* অপুষ্টি ও পুষ্টিহীনতা* নাক এবং সাইনাসে দীর্ঘমেয়াদি প্রদাহ* সরক্তনালি প্রদাহ* হরমোনজনিত* নাকের হাড়ে অসামঞ্জস্য* ইমিউনোলজিক্যালউপসর্গ* নাকে দুর্গন্ধ হয়, যা রোগী বুঝতে পারেন না। আশপাশের লোকজন দুর্গন্ধ পায়। ফলে সামাজিক সমস্যা হয়।* নাক বন্ধ থাকে, যা নাকের একদিকে বা দু’দিকেই হতে পারে এবং সবুজ, দুর্গন্ধযুক্ত রস নিঃসৃত হয়।* নাক দিয়ে মাঝে মাঝে রক্তপাত হতে পারে।* মাথাব্যথা, নাক ও গলা শুষ্ক হয়ে যেতে পারে।* পরীক্ষা করলে দেখা যায়, নাকের গহ্বর বেশ বড় এবং ভেতরে সবুজ আস্তরণ বা ক্রাস্ট-এ পরিপূর্ণ।* নাকের আশপাশের মাংস শুকিয়ে ছোট বা ক্ষয় হয়ে যায়।পরীক্ষা* নাক ও সাইনাসের এক্স-রে* রক্ত পরীক্ষা : রক্তের রুটিন পরীক্ষা* VDRL(ভিডিআরএল)* TPHA (টিপিএইচএ)* রক্তের গ্লুকোজ* এইচআইভি* নাক ও সাইনাসের সিটিস্ক্যান, নাক থেকে নিঃসৃত রসের কালচার ও সেনটিভিটি পরীক্ষা।চিকিৎসাওষুধের মাধ্যমেই চিকিৎসা করা হয়, এ রোগের জন্য অপারেশনেরও প্রয়োজন হতে পারে।ওষুধের মাধ্যমে চিকিৎসা* গ্লিসারিনের সঙ্গে শতকরা ২৫ ভাগ গ্লুকোজের মিশ্রণ প্রতিদিন চার ফোঁটা করে দু’নাকের ভেতরে দিনে ৩-৪ বার দীর্ঘমেয়াদে দেয়া হয়।* অ্যালকালাইন দ্রবণ দিয়ে নাকের গহ্বর নিয়মিত পরিষ্কার করতে হয়।* ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।* ভিটামিন দেয়া যেতে পারে।অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা* ইয়াংগস অপারেশনএটি একটি দীর্ঘমেয়াদি রোগ যা পুরোপুরি সারে না, তাই রোগী মানসিক হতাশায় ভোগে। এ জন্য রোগীকে রোগের বিস্তারিত জানাতে হবে। চিকিৎসার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রেখে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
নাকের ক্ষয় রোগ
OPENING HOURS
24 Hours Open
Mobile Number: 01744712524
(10AM-10PM)
OUR LOCATION
শিবদেব, ওয়ার্ড-০৬, পাওটানাহাট,
পীরগাছা, রংপুর-৫৪৫০